আজ শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

হালুয়াঘাট-নালিতাবাড়ীতে দুই গরু চোরাকারবারীসহ আটক-০৫

প্রকাশিতঃ ৪:০৯ অপরাহ্ণ | মার্চ ১২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৩০ বার

দৌলত হোসাইন নালিতাবাড়ী/স্টাফ রিপোর্টার হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাট এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই গরু চোরাকারবারী পাঁচজন আটক হয়েছে। এদেরমধ্যে তিনজন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ’র হাতে আটক হলে গতকাল শুক্রবার দুই দেশের সীমান্ত রক্ষীদের আলোচনায় আটককৃতদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিজিবি’র হাতে তুলে দিলে বিজিবি আটককৃতদেরকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করে। পরে মামলা রুজো হলে শনিবার সকালে আটককৃতদেরকে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করে পুলিশ। তেলিখালী ক্যাম্প কমান্ডার সিরাজুল ইসলাম ও মামলা সুত্রে জানা যায়,
দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী এবং হালুয়াঘাট এ দুই উপজেলার মাঝামাঝি পানিহাতা ফেকামারী ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের মাঝ বরাবর এলাকা দিয়ে রাতের আধারে ভারতীয় গরু চোরাই পথে আমদানী করে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের চক্রটি পুনরায় ভারতীয় গরু চোরাই পথে আমদানী করতে গিয়ে প্রথমে কয়েকটি গরু বাংলাদেশে নিয়ে আসে। এর মধ্যে ৬টি গরু ভটভটিযোগে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের রাস্তা ব্যবহার করে পাচারের সময় ভোর সাড়ে ছয়টার দিকে দক্ষিণ সোহাগপুর এলাকায় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের খলিলুর রহমান (৪২) ও জয়নাল আবেদীন (৪০) নামে দুই পাচারকারীসহ ৬টি গরু জব্দ করে। অন্যদিকে ভোররাতে আরও একটি চালান আনতে মায়াঘাসি গ্রামের রুবেল, জামগড়া গ্রামের বোরহান ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল ভারতের চেরেংপাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় উপজাতি কৃষকরা টেরে পেয়ে আটক করে। পরে টহলরত বিএসএফ তাদের আটক করে ও পরবর্তীতে স্থানীয় থানায় সোপর্দ করে। এদিকে নালিতাবাড়ী থানায় আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় বিএসএফ এর হাতে তিন বাংলাদেশী আটক হওয়ার খবরটি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাংলাদেশে ভারতীয় গরুসহ আটক দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। সঙ্গে থাকা আরও ৪-৫ জন পালিয়ে গেছে।
বিএসএফ’র হাতে আটককৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি গ্রামের হযরত আলীর ছেলে রুবেল, হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান ও বানাইচিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান।

Shares