ইউটিউবে ঝড় তুললেন ৭ বছরের “জারা”
প্রকাশিতঃ ৮:৩৭ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০৯ বার

স্টাফ রিপোর্টারঃ আজরা কিড্স টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে একক অভিনয় করে সারা ফেলেছেন সাত বছরের শিশু আজরা তাসফিয়া জারা। জারা তার নিজের মেধা বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের কন্টেন তৈরী করেছেন, তার নিজস্ব কথা বলার ভঙ্গি ও উপস্থাপনায় দর্শকনন্দিত হয়েছে। এই ক্রিয়েটিভি শিশু নিজের চেষ্ঠায় তার চ্যানেলে অনেক গুলো শিশুতোষ শিক্ষামুলক কন্টেন বানিয়েছেন। এ্যানির গল্প নামে একটি ভৌতিক নাটকে অভিনয়ে করেছেন জারা। একটি পুতুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্গ। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/AzrakidsTV/featured
এরিমধ্যে তার ইউটিউব চ্যানেল নিয়ে প্রশংসাও অর্জন করেছে জারা। নিত্য নতুন সব ভূতের গল্পে সারা ফেলেছে সবার মাঝে।
জারা জানান, তার ইউটিউব চ্যানেলে আরো নতুন নতুন সব কেনটেন্ট থাকবে। এজন্য সবার কাছে দোয়া এবং ভালোবাসাও চেয়েছে সোনামনি জারা।