আজ সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স

হালুয়াঘাটে নারী সোর্স সুমিসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৭৫ বার

স্টাফ রিপোর্টারঃ পুলিশ-র‌্যাব-ডিবি’র সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করার অভিযোগে সুজিয়া আক্তার সুমীসহ ৬ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমতৈল ইউনিয়নের সোয়ারীকান্দা গ্রামের আবু বাক্কার বাদী হয়ে ভুক্তভোগীদের পক্ষে গত শনিবার অভিযোগ পত্রটি দাখিল করেন। অভিযোগ পত্রটির সাথে ভুক্তভোগীদের পক্ষে প্রায় একশত মানুষের গণ স্বাক্ষর সংযোগ করে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)একই অভিযোগের বিচারের দাবীতে সোয়ারীকান্দা ও বাহিরশিমুল বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগে প্রকাশ ও স্থানীয় ভুক্তভোগীরা জানান, সুজিয়া আক্তার সুমীসহ এ চক্রটি দীর্ঘদিন যাবৎ পুলিশ-র্যা ব-ডিবি’র সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। নিজেদেরকে কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স কখনো মানবাধিকার কর্মী কখনো সাংবাদিক কখনো অপরাধ তালাশ টিমের পরিচয় দিয়ে প্রতারনা করে যাচ্ছেন। এরকম কিছু ভুক্তভোগী হচ্ছেন অভিযোগের বাদী আবু বাক্কার, সোয়ারীকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিন ও মৃত শরাফ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪৮)।ভুক্তভোগী নুরুল ইসলামের কাছে সুজিয়া আক্তার সুমীসহ সংঘবদ্ধ চক্রটি ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। শাহিনের কাছে বাল্য বিবাহ দেয়ার অভিযোগ এনে নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে ১২ হাজার টাকা লুটে নিয়েছেন এ চক্রটি। এক ফেরিওয়ালাকে অসামাজিক কর্মকান্ডের ভয় দেখিয়ে ১৪ হাজার টাকা চাঁদাবাজী করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সরকারী বিভিন্ন অফিসে চাকুরী, সরকারী ঘর বরাদ্ধ দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন ৩০/৪০ হাজার টাকা। এরকম বহু অভিযোগের কারন দেখিয়ে এলাকাবাসী বিচার প্রার্থী হয়েছেন পুলিশের কাছে। অভিযুক্ত অন্যান্যরা হলেন চাঁদশ্রী গ্রামের মৃত আব্দুল করিম মড়লের পুত্র আমির হামজা স্বাধীন (৩০), পূর্ব ধারার আবুল কাশেমের পুত্র মফিজুল ইসলাম (২২), মাঝিয়াইল গ্রামের মৃত কছর উদ্দিনের পুত্র উজ্জ্বল চৌধরী, স্বদেশী গ্রামের মোকারম হোসেন (৩০) ও ধারা বাজারের নবাবুল ইসলাম শিমুল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি যেহেতু চাঁদাবাজীর, সেহেতু তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।###

Shares