আজ বৃহস্পতিবার , ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাটে অটো রিক্সার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু হালুয়াঘাটে ট্রলির চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র মুক্তির দাবীতে মিছিল বাউফলে অবরোধ কর্মসুচী পালন বাউফলে অবরোধ কর্মসুচী পালন ১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদকে হালুয়াঘাটে সংবর্ধনা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সংখ্যালঘু নারীকে নির্যাতন,সংবাদ সম্মেলনে মামলা না নেওয়ার অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মুক্তাগাছায় সেকান্দর হত্যায় আটক দুই ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি আওয়ামিলীগ নেতা গোপাল সরকারকে প্রেসক্লাবের সংবর্ধনা

নালিতাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা : নালিতাবাড়ী গড়কান্দা মহিলা আলিম মাদরাসা চ্যাম্পিয়ন

প্রকাশিতঃ ৬:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৬৯ বার

রাকিবুল ইসলাম রাকিব, নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন ও নালিতাবাড়ী ডিভেট ফেডারেশন কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নালিতাবাড়ী গড়কান্দা মহিলা আলিম মাদরাসা। ২৫ অক্টোবর থেকে নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৫০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। সব শেষে গত ৭ নভেম্বর উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠানে মডারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এম এ হাকাম হীরা ও বিচারক হিসেবে যারা ছিলেন তারা হলেন-সনাক সভাপতি জোবায়দা খাতুন, শিক্ষক ও কবি কহিনুর রুমা, সেজুতি বিদ্যা নিকেতন এর প্রিন্সিপাল মুনিরুজ্জান ও রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল। অনুষ্ঠানে আরো উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো: আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা, সাংবাদিক আবুদল মান্নান সোহেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও নালিতাবাড়ী ডিবেট ফেডারেশনের আয়োজনে গত ২৮ অক্টোবর ৫০টি বিদ্যালয়ের ২০০ বিতার্কিত নিয়ে ১০টি ভেন্যুতে প্রথম পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে বিজয়ী ১৬টি দল নিয়ে পৌর শহরের মুক্ত মঞ্চে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ৮টি দল নিয়ে ৫ নভেম্বর সোমবার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ৪ টি দল নিয়ে সেমি ফাইনাল অনুষ্ঠিত হয় গত ৬ নভেম্বর মঙ্গলবার। সবশেষ ৭ নভেম্বর বিকাল ৩.০০ টায় ফাইনালের মধ্য দিয়ে অনুষ্ঠিানের সফল সমাপ্তি ঘটল।

Shares