মুন্সীগঞ্জে ব্রাজিল সমর্থকদের র্যালি
প্রকাশিতঃ ৪:২৯ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৮৩ বার

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ রাশিয়া বিশ্বকাপে রোববার রাত ১২টায় ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের সঙ্গে। আর সেই লক্ষ্যে মুন্সীগঞ্জে ব্রাজিল ভক্তদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ, উম্মাদনা। ব্রাজিল দলকে স্বাগত জানাতে ভক্ত, সমর্থকরা রোববার দুপুরে মুন্সীগঞ্জ শহরের আনন্দ র্যালি বের করে। র্যালিটি শহরের পুরাতন কাচারি এলাকা থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।