হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে ফুটন্ত কলি সংগঠন
প্রকাশিতঃ ৮:৩০ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৫৯ বার

ওমর ফারুক সুমনঃ নিজেদের জমানো চাঁদার টাকা দিয়ে অসহায় ও দুস্থ্য মানুষের পাশে সেবা দিয়ে যাচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফুটন্ত কলি নামে একটি সংগঠন।সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার তালতলা গ্রামের শতাধিক যুবক মিলে গ্রহণ করে এ ব্যতিক্রমী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় গত বুধবার কয়েক শত অসহায় গরীব-দুঃখী মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ, ফুটন্ত কলির সভাপতি শেখ সাদী রিপন, সাধারন সম্পাদক মোকারম হোসেনসহ অন্যান্যরা।