আজ বৃহস্পতিবার , ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাটে অটো রিক্সার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু হালুয়াঘাটে ট্রলির চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র মুক্তির দাবীতে মিছিল বাউফলে অবরোধ কর্মসুচী পালন বাউফলে অবরোধ কর্মসুচী পালন ১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদকে হালুয়াঘাটে সংবর্ধনা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সংখ্যালঘু নারীকে নির্যাতন,সংবাদ সম্মেলনে মামলা না নেওয়ার অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মুক্তাগাছায় সেকান্দর হত্যায় আটক দুই ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি আওয়ামিলীগ নেতা গোপাল সরকারকে প্রেসক্লাবের সংবর্ধনা

মাদকমুক্ত হালুয়াঘাট গড়ার প্রতিশ্রুতি দিলেন ওসি জাহাঙ্গীর। ৫৫ দিনে মামলা- ১২, আটক-২৩

প্রকাশিতঃ ৭:৫৪ পূর্বাহ্ণ | জুন ০১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৫৪ বার

স্টাফ রিপোর্টারঃ যোগদানের ৫৬ দিনের মাথায় অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার হালুয়াঘাটকে মাদকমুক্ত করার ঘোষনা দিলেন। তিনি গত এপ্রিল মাসের ৬ তারিখে ওসি হিসেবে হালুয়াঘাট থানার দায়িত্ব বুঝে নেন। যোগদানের পর থেকে ৫৫ দিনে মামলা হয় ১২ টি, মাদক উদ্ধার করেছেন ইয়াবা ১ হাজার ৪১ পিচ, গাঁজা ৩ কেজি ৫০০ গ্রাম, হেরোইন ১৫ গ্রাম, ফেন্সিডিল ১২ বোতল। মাদক সংশ্লিষ্টতায়  আটক করেন ২৩ জনকে। শুক্রবার সকালে দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে মাদকের বিষয়ে কথা বলতে গিয়ে এমন উক্তি জানালেন নতুন এই ওসি। সুত্রে জানা যায়, মাদকসহ আটককৃতরা হলো,   ইয়াবাসহ উত্তর খয়রাকুড়ির হানিফ (৩৩), সোহাগ (২৫), হাফিজুল (২৫), কালিয়ানীকান্দার স্বাধীন (২০), দক্ষিন মনিকুড়ার সাহেরা (৪০), ভারালিয়াকোনার শাহালম (২০), আচকিপাড়ার দুলাল, বান্দরবন জেলার পাবেল খান (২৮), কক্সবাজার জেলার নাজিম উদ্দিন, গোবড়াকুড়ার অনিক (৩২), আকনপাড়ার সোহাগ (২৮), বড়দাসপাড়ার মাসুদ (২৯), হালুয়াঘাট উত্তরবাজারের লিটন (৩২), গাঁজাসহ আতুয়াজঙ্গলের কফিল উদ্দিন (৫০), লক্ষিকুড়ার মতিন (৬০), সমনিয়াপাড়ার আবুল হাশিম (৫৫), হেরোইনসহ ধোপাগুছিনার আজিম উদ্দিন(৩৫), নজরুল ইসলাম (৩৫), দড়িনগুয়ার লিমন (২০), ফেন্সিডিলসহ ফুলপুর উপজেলার রিয়াদ (২৮), সজীব (৩০), বেতকুড়ির সেলিম (২৬) ও পলাশ তলার শাহালম (২৫)। আটককৃতদের মাঝে ইয়াবাসহ ১৩জন, গাঁজাসহ ৩ জন, হেরোইনসহ ৩ জন ও ফেন্সিডিলসহ ৪ জন রয়েছে। ওসি জাহাঙ্গীর সম্পর্কে কয়লা আমদানীকারক কাঞ্চন কুমার সরকার বলেন, হালুয়াঘাটবাসীর কাছে ওসি জাহাঙ্গীর একজন জননন্দিত পুলিশ। বর্তমানে মাদকযুদ্ধে তার পরিশ্রমের ফসল হালুয়াঘাটের তৃনমূলে পৌছেসে। একজন নির্ভীক ও পরিশ্রমী অফিসার হিসেবে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার ইতিপূর্বে যেখানে ছিলেন সেখানেও সুনাম কুঁড়িয়েছেন। তিনি আরও বলেন, হালুয়াঘাট থেকে মাদক নির্মূল করার জন্যে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। অপর আরেক কয়লা ব্যবসায়ী শামসুল আলম মিন্টু বলেন, ওসি জাহাঙ্গীর মাদক নির্মূলে সরাসরি অভিযানে নামেন। ইতিপূর্বে হালুয়াঘাটে বেশ কিছু অভিযান চালিয়ে মানুষের সুনামও কুঁড়িয়েছেন। তিনি বলেন, হালুয়াঘাট জুঁয়া প্রবন এলাকা। তিনি আসার পর থেকে জুঁয়া নেই বললেই চলে। স্থানীয়দের দাবী হালুয়াঘাটকে পরিচ্ছন্ন মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা। আর তারই প্রতিশ্রুতি দিলেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার।

 

 

 

 

Shares