আজ শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স

বরগুনার আমতলীতে মামলা তুলে নিতে বাদীকে বিএনপি নেতার জীবন নাশের হুমকি

প্রকাশিতঃ ৭:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৫৮ বার

সাইফুল ইসলাম জুলহাস,বরগুনা প্রতিনিধিঃ বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে ও থানায় মামলা করে বিপাকে পরেছে বাদীর পরিবার। মামলা তুলে নিতে প্রভাবশালী আসামীদের অব্যাহত জীবন নাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি আজাহার মোল্লা ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন মামলার বাদী আজাহার মোল্লা।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের আশু সরদার ৭ একর ২৩ শতাংশ জমি রেখে মারা যান। উল্টারাধিকার সুত্রে ওই জমির মালিক হন তার কন্যা জয়ফুল বিবি। এ জমি ভুয়া দলিল মুলে আনসার খান দাবী করে জোরপূর্বক ভোগদখল করে আসছে। এ ঘটনায় ২০০৭ সালে জয়ফুল বিবি বাদী হয়ে আমতলী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ১৩ বছর পরে ওই মামলায় এ বছর জয়ফুল বিবির পক্ষে রায় হয়। আদালতের নির্দেশানুসারে ওই জমি এ বছর জয়ফুল বিবির পুত্র আজাহার মোল্লা চাষাবাদ করে আমন ধানের চারা রোপন করেন। গত শুক্রবার গভীর রাতে আনসার খানের পক্ষ নিয়ে আমতলী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মৃধা ও তার ভাই বিএনপি নেতা হলদিয়া ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধার নেতৃত্বে বারেক খান, খালেক খান, মাহতাব খান, জব্বার মৃধা ও হারুন বিশ্বাসসহ তাদের শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী ওই জমির আমন ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে শনিবার সকালে আমতলী থানার এসআই মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরির্দশন করে ঘটনার সত্যতা পান। ওই ঘটনায় বরিবার আজাহার মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা মাহবুব মৃধা ও তার ভাই ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধাসহ ১৫ জনের বিরুদ্ধে আমতলী নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতে ও থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়ের পরে ক্ষুব্ধ হয় বিএনপি নেতা মাহবুব মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী। বিএনপি নেতা মাহবুব মৃধা ও তার ভাই ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধা মামলার বাদী আজাহার মোল্লাকে মামলা তুলে নিতে অব্যাহত জীবন নাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে মামলার বাদী ও তার পরিবারের লোকজন বাড়ী-ঘর ছেলে পালিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার মামলার বাদী আজাহার মোল্লা আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করে বলেন, বিএনপি নেতা মাহবুব মৃধা ও তার ভাই মাসুদ মৃধা এলাকায় জমি দখল, চাঁদাবাজি, শালিস বৈঠকের নামে নির্যাতন ও অসামাজিক কার্যকলাপ করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। তাদের এমন অন্যায়ের প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে অমানষিক নির্যাতন। আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। ওই মামলা তুলে নিতে অব্যাহত জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি জীবন রক্ষায় পালিয়ে বেড়াচ্ছি। আমাকে ও আমার পরিবারকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় মজিবর মোল্লা, সোহরাফ মাদবর, আসলাম তালুকদার ও খোকন মোল্লা বলেন, বিএনপি নেতা মাহবুব মৃধা ও তার ভাই ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধা প্রভাব খাটিয়ে এলাকার জমি দখল, চাঁদাবাজি ও জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছেন। তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুললেই তার উপর নেমে আসে অমানষিক নির্যাতন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা অত্যান্ত দস্যূ প্রকৃতির লোক।
এ বিষয়ে বিএনপি নেতা মোঃ মাহবুব মৃধা বলেন, ওই জমিতে আমার কোন মালিকানা নেই। আমি কেন ভয়ভীতি দেখাবো। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আজাহার মোল্লার অভিযোগের তদন্ত চলচে। জীবন নাশের হুমকির বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Shares