নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে বালু জব্ধ
প্রকাশিতঃ ৮:৩৪ অপরাহ্ণ | নভেম্বর ৩০, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৭ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৫১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নিজপাড়া এলাকার বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন মসজিদের উত্তর পার্শ্বে অবৈধভাবে উত্তোলন করছিল কতিপয় অবৈধ বালু ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বুধবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উত্তোলিত প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেন। এছাড়া একই সময় বঙ্গবন্ধু পার্কের উত্তর-পশ্চিমে আরও প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত সমুদয় বালু সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জহুরুল হকের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রয় করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।