আজ মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ” নালিতাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হালুয়াঘাটে সুমী’র অপকর্ম ফাঁস! প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিতঃ ১:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৭৩ বার

স্টাফ রিপোর্টারঃ পুরো নাম সুজিয়া আক্তার সুমী (৪৫)! ডাক নাম সুমী। সুমী নামেই পরিচিত সকলের কাছে। নিজেকে কখনো র‌্যাবের সোর্স, কখনো ডিবি বা পুলিশের সোর্স দাবী করে দাপিয়ে বেড়ান উপজেলা থেকে আরেক উপজেলায়। অভিযোগ রয়েছে বিভিন্ন জেলায় অপরাধ তালাশ টিমের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তার সাথে রয়েছে বেশ কিছু সহযোগী।ধারা বাজারের আমির হামজা স্বাধীন, মফিজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী, মোবারকসহ আরেকটি সংঘবদ্ধ চক্র। কখনো মানবাধিকার কর্মী, কখনো অপরাধ তালাশ টিমের সদস্য বা সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনার জাল পাতেন এই নারী। নানান সময়ে নানান পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে সকল অপকর্ম বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের শত শত ভুক্তভোগী। বৃহস্পতিবার বিকেলে সোয়ারিকান্দা ও বাহিরশিমুল বাজারে পৃথক পৃথক স্থানে বাহিরশিমুল , সোয়ারিকান্দা, দড়িপাড়া, চারআনী পাড়া, বিষমপুর, চকেরকান্দা ও আমতৈল গ্রামের কয়েকশত নারী,পুরুষ, শিশুর অংশ গ্রহণে উক্ত প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, সুমীর বিরুদ্ধে চাঁদাবাজীসহ নানান অভিযোগ রয়েছে। এমন কোন অপকর্ম নেই যা সুমী করেনা। শেষ পর্যন্ত অতিষ্ট হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছেন কয়েক গ্রামের বাসিন্দারা।পাশাপাশি সুমীর যাবতীয় অপকর্ম বন্ধের দাবী ভুক্তভোগীদের।সোয়ারীকান্দা গ্রামের মেজবুল হাসান তালুকদার (৫৫) বলেন, সুমী দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষকে হয়রানী করে আসছে। ডিবি-র্যা ব-পুলিশের সোর্স পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে চাঁদাবাজী করে যাচ্ছেন এই বিতর্কিত নারী। মামলার হুমকী, বিপদে ফেলানোর ভয় দেখিয়ে ব্লাকমিল করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। উপর মহলের অনেকের সাথে তার সু’সম্পর্ক রয়েছে এমন দাবী সুজিয়া আক্তার সুমীর। বিনীময়ে চাঁদাবাজীসহ নানা সুবিধা লুটে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।এমনি শতাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। একই গ্রামের সেলিম (৫৮), রকিবুল ইসলাম (৪৫), মোনায়েম (৪২) বলেন, পুলিশের হুমকী ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করা তার পেশা।স্থানীয়দের দাবী, সুজিয়া আক্তার সুমী অসামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ।অশ্লীল পোশাক পড়ে দিনে রাতে চলাচল করে। উঠতি বয়সী ছেলেদের সাথে রয়েছে তার চলাফেরা। মানববন্ধনে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে সকল অপকর্ম বন্ধের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। সুমী’র অপকর্ম বিষয় নিয়ে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এই বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী এমনকি ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিবো। সুজিয়া আক্তার সুমী হালুয়াঘাট উপজেলার নাগলা গ্রামের বাসিন্দা। শশুরবাড়ী আমতৈল ইউনিয়নের সোয়ারীকান্দায়। ###

Shares