হালুয়াঘাটে জাতীয় মুক্তিবাহিনীর প্রথম শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৮০ বার

ওমর ফারুক সুমনঃ ১২ অক্টোবর জাতীয় মুক্তিবাহিনীর প্রথম শহীদ দিবস উপলক্ষে হালুয়াঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে জাতীয় মুক্তিবাহিনী’ ৭৫ কমান্ডার্স ফোরামের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও জাতীয় মুক্তিবাহিনী ৭৫ কমান্ডার্স ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ডার্স ফোরামের সমন্বয়ক স্বপন চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, কেন্দ্রীয় কমান্ডার্স ফোরামের সদস্য আলী হোসেন আরজু, লেখক সাহিত্যিক এনামুল হক, হুমায়ুন কবির, লুৎফুর নাহার কবির প্রমূখ। বক্তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে যে সকল যোদ্ধা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন করেছিলেন, তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান।