চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে চার জনের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিতঃ ৮:১৫ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০৩ বার

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে পাহাড়ধসে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দেয়ালধসে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক এই ঘটনা ঘটে।
পাহাড়ধসের পর নিহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সৌরভ দাশপাহাড়ধসের পর নিহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সৌরভ দাশআকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ভারী বৃষ্টিতে পাহাড়ধস হয়। দিবাগত রাত আড়াইটার এই ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন।
নিহত তিনজন হলেন বিবি জোহরা (৬০), তাঁর মেয়ে নূরজাহান বেগম (৪৩) ও নূরজাহানের মেয়ে ফজর-উন নেসা (৩)। নূরজাহান বেগম ফিরোজ শাহ কলোনির নূর মোহাম্মদের স্ত্রী। পাহাড়ধসে নিহত ব্যক্তিদের এক স্বজনের আহাজারি। অন্যদিকে, পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়ালধসে নুরুন নবী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দীন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।