করোনায় নতুন আক্রান্ত ১৩৯ জন, মারা গেছেন আরও ৪ জন
প্রকাশিতঃ ২:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৪১ বার

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো জন ৪ মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এরমধ্যে ঢাকায় ৬২ জন শনাক্ত হয়। সুস্থ হয়েছেন তিনজন। এনিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৬২১ জন। আর মারা গেছেন মোট ৩৪ জন। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এরআগে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা যায়। নতুন করে আক্রান্ত হয় ৫৮ জন।