হালুয়াঘাটে মুগুর দিয়ে ভাবীকে হত্যাকারী সেই লম্পট সাত্তার পুলিশের হাতে আটক।
প্রকাশিতঃ ১১:০০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৫১ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে মুগুর দিয়ে মাথায় পিটিয়ে ভাবীকে হত্যাকারী সেই লম্পট সাত্তার (৩৬)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ওসি তদন্ত শ্যামল চন্দ্র ধরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৫নং গাজীরভিটা ইউনিয়নের নলকুড়া বশিগিরি মোড় থেকে তাকে আটক করে।
লম্পট সাত্তার গত শনিবার দুপুরে উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের বটগাছিয়াকান্দা গ্রামের নজরুলের স্ত্রী সঞ্জু বেগম (৩৫) নামে আপন ভাবীকে মুগুর দিয়ে মাথায় পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীকে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। অবশেষে ঘটনার তিনদিনের মাথায় লম্পট সাত্তার পুলিশের হাতে আটক হন।