বিয়ে না করেই মা হলেন অভিনেত্রী সাক্ষী তানওয়ার
প্রকাশিতঃ ১০:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৮২ বার

অনলাইন ডেস্কঃ এবার রিয়্যাল লাইফেও মা হলেন সিনেমা আর ছোট পর্দার মা সাক্ষী তানওয়ার। মেয়ের নাম রেখেছের দিত্যা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষী জানিয়েছেন, লক্ষ্মী পূজার আগেই তার ঘরে লক্ষ্মী এসেছে। তাই মা লক্ষ্মীরই এক নামানুসারে মেয়ের নামকরণ করেছেন তিনি। এ খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক এবেলা.ইন। এ খবরে আরো বলা হয়েছে, ৯ মাসের দিত্যাকে দত্তক নিয়েছেন সাক্ষী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, মাতৃত্ববোধকে জাগানোর জন্য বিয়ে করতেই হবে এমনটা একেবারেই নয়। তিনি এও বলেন যে, পরিবার ও বন্ধুরাও সমর্থন করেছেন তার এই সিদ্ধান্তকে।
প্রসঙ্গত, সাক্ষী তানওয়ার প্রায় আট বছর ছিলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। আর ছোট পর্দার পাশাপাশি তিনি এখন সিনেমা মাধ্যমেও পরিচিত মুখ। ২০১৬ সালের ‘দঙ্গল’ ছবিতে তিনি ছিলেন গীতা ও ববিতা ফাগটের মা। এ অভিনেত্রী টেলি জগতে পা রেখেছিলেন ২০০০ সালে ‘কহানি ঘর ঘর কি’ সিরিয়ালের মাধ্যমে। তার পরে তার জীবনের আরও এক বড় সুযোগ আসে ২০১১ সালে ‘বডে আচ্ছে লাগতে হ্যায়’ টেলি সিরিয়ালে।