আজ রবিবার , ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

হালুয়াঘাটে কয়েক মিনিটের ধ্বংসযজ্ঞে ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিতঃ ১:৩৩ পূর্বাহ্ণ | জুন ১১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪২৪ বার

ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ মাত্র কয়েক মিনিটে ধ্বংসযজ্ঞ চালিয়ে একটি পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে লন্ডভন্ড করে দেয় একটি কুচক্রি সন্ত্রাসী বাহিনী। পাশাপাশি লুটতরাজও  চালায়। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার উপরে মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারগন জানান। এছাড়া  বেশ কয়েকজন গুরুতর আহতের ঘটনাও ঘটে। সুত্র জানায়,  ১০ জুন রবিবার সকালে হালুয়াঘাট উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই গ্রামের রুসমত আলীর পরিবারের উপর দিয়ে এ অঘটন ঘটায় একই গ্রামের ওয়াহাবের (৪৫) নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল।এ ঘটনায় হালুয়াঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে হালুয়াঘাট থানার ওসি জানান।সুত্রে জানা যায়, রবিবার সকালে পূর্বশত্রুতার জের ধরে শাকুয়াই গ্রামের ফুলমামুদের পুত্র ওয়াহাব (৪৫), মোতালেব (৫০), ওসমান আলীর  পুত্র  নুরুল আমিন (৪৫), কুলমামুদের পুত্র শফিক (২৬), কাশেম (৫৫), জয়নাল আবেদিনের পুত্র আজিজুল (৪২), শামসুদ্দিনের পুত্র আজাহারুল (২৫), কাশেমের পুত্র খাইরুলসহ ৮/১০ জন অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রামদা, চাপাতি, কুড়াল ও লাঠিসুটা নিয়ে রুসমত আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় ৩টি বসতঘর কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। টাকা  পয়সাসহ ঘরে মূল্যবান যা কিছু ছিলো সকল কিছু ছিনিয়ে নিয়ে যায়।একইসাথে কয়েকজনকে কুপিয়ে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম  তালুকদার বলেন, আমি ঘটনা শুনামাত্রই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Shares