হালুয়াঘাটে জেলাপরিষদের মহিলা সদস্য শিমুলের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিতঃ ১১:০৭ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১,১০০ বার

স্টাফ রিপোর্টারঃ বৃহঃপতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা বাজারে রফিক উল্লাহ চৌধুরী মানিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহ জেলাপরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আসমাউল হোসনা শিমুলের বিচার ও গ্রেফতারের দাবীতে মানবন্ধন করে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় এলাকাবাসী উক্ত মহিলা সদস্যের বিভিন্ন অনিয়ন ও দুর্ণীতির অভিযোগ তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনায় শিমুলকে প্রধান আসামী করে হালুয়াঘাট থানায় ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন আহত যুবক মানিকের বড় ভাই অলি উল্লাহ চৌধুরী। এছাড়া কাজিয়াকান্দা গ্রামের শিমুলের স্বামী নজরুল ইসলাম (৪০), হারেজ আলী (৩৮), আঃ মজিদ (৫৮) এদেরকেও আসামী করা হয়েছে। অজ্ঞাত রয়েছে ৫/৬ জন। মানিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।তার দুই হাতের হাড় ভেঙ্গে গিয়েছে বলে জানান মামলার বাদী অলি উল্লাহ চৌধরী।
সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাত সারে এগারোটায় ভাড়াটিয়া মোটর সাইকেল যোগে ব্যবসায়ীক কাজ শেষে মানিক তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে শিমূলের বাড়ির সামনে পাকা রাস্তায় আসা মাত্রই দড়ি টানিয়ে মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল থামিয়ে চালক দৌড়ে পালিয়ে গেলেও মানিকের মাথা লক্ষ্য করে শিমুল দা দিয়ে কোপায়। এতে মানিক মাটিতে পরে গেলে তাকে শিমুলের সাথে আসা বাহিনীর সদস্যরা এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত করে। এতে দুই হাতের হাড় ভেঙ্গে যাই ঐ যুবকের। এবং মাথায় গুরুতর জখম হয়। (চলবে)