আজ সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

গরীবের আশার বাতিঘর হাজী মোশারফ হালুয়াঘাটে পল্লী বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে মৃত্যু-১, আহত-১ জাতীয় ভাবে”স্বপ্নজয়ী মা” নির্বাচিত হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জের অবিরণ নেছা ৬১০৮ ভোটের ব্যবধানে হামিদ বিজয়ী। শেখ রাসেল ও মনোয়ারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স

মাদক ব্যবসায়ীকে সভাপতি করায় ক্লাস বর্জণ শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন

প্রকাশিতঃ ৬:৪০ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৬৯ বার

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতাঃ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনিয়মতান্ত্রিক ভাবে বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে এক মাদক ব্যবসায়ীকে সভাপতি করার অভিযোগে শনিবার সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থী ও অভিভাবকরা বাঘবেড় বাজারে দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে। এর আগে গত মঙ্গলবার ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে বৈধ ও গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের জন্য শতাধিক এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ,কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। গত ৭ জুন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়েছে। বিদ্যালয় পরিচালনার জন্য ওই দিন (৭ জুন) নতুন কমিটি গঠন করা হয়। এতে বাঘবেড় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাশেমকে সভাপতি নির্বাচিত করা হয়।
এলাকায় আবুল হাশেম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে অভিভাবক ও এলাকাবাসির অভিযোগ রয়েছে। এ নিয়ে গত সোমবার বিদ্যালয় মাঠে অভিভাবকরা সভা করেন। মঙ্গলবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার কাছে লিখিত অভিযোগ দেন। এই নিয়ে গত শুক্রবার বিকেলে অভিভাবক ও এলাকাবাসি সন্ধ্যায় শতাধিক এলাকাবাসি বাঘবেড় বাজারে ব্যবস্থাপনার কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাঘবেড় বাজারে মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন বাঘবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আহসান উল্লাহ ,সাধারণ সম্পাদক নুর ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক আবু হারেজ ,৮ নংওর্য়াড আ.লীগের সভাপতি নরুল ইসলাম,শহর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুল হক ও নবম শ্রেণির শিক্ষার্থী মো.নাহিদ, আশরাফুল ইসলাম ও মো.সানি ইসলাম প্রমুখ।
বাঘবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.নুর ইসলাম বলেন,ইতিমধ্যে আবুল হাশেম একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। তার প্রমাণ আছে। কেন এই বির্তকিত ও মাদক ব্যবসায়িকে সভাপতি করা হবে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসি প্রতিবাদ করছে।বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মন্নাফ বলেন, আবুল হাশেম আগে মাদক ব্যবসায়ী ছিলেন। এখন তিনি সেই ব্যবসা করেন কি না তা জানি না। তবে ক্লাসে যাওয়ার পর শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের ছেলে মেয়েকে নিয়ে গেছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

Shares