ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নিবার্চিত
প্রকাশিতঃ ১:৫৬ পূর্বাহ্ণ | জুন ২৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১,৩৪৯ বার

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়াম্যান নির্বাচিত করা হয়েছে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে। শিক্ষার ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মান ও রাজস্ব আদায় এ তিনটি খাতে তিনি জেলার সবার চেয়ে বেশী অবদান রাখায় তাকে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয় এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ৪৬.০০০০০.০১৭.১৬ (১ শাখার) নং স্বারকে গত ১১ জুন স্থানীয় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ এরশাদুর হক স্বাক্ষরিত বিজ্ঞতিতে ইঞ্জিনিয়ার মাসুমকে জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত করেন। এ ছাড়া তাঁকে ৫ জন উপ-সচিবের সমম্বয়ে সরকারী ভাবে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড সফরে আমন্ত্রন জানানো হয়েছে। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করায় বর্তমান সরকার ও স্থানীয় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাকে এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে এবং আমার শিক্ষা, অবকাঠামো ও রাজস্ব আদায়ে সহায়তা করেছেন। তাদের সহায়তায় কারণেই আমি শ্রেষ্ট চেয়ারম্যান হয়েছি। ভবিষ্যতেরও আমার ইউনিয়নের জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডি সভাপতি হিসাবে সুনামে সহিত দ্বায়িত্ব পালন করছেন।