হালুয়াঘাটে আশার আলো’র নির্বাচন! কাঞ্চন সভাপতি, আলী হোসেন সম্পাদক
প্রকাশিতঃ ৯:০৩ অপরাহ্ণ | জুন ১৮, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০৮ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাটে আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে শাহাদৎ হোসেন কাঞ্চন ও সাধারন সম্পাদক পদে চাকা প্রতীক নিয়ে মোঃ আলী হোসেন বিজয়ী হয়েছেন। সভাপতি পদে শাহাদৎ হোসেন কাঞ্চন পেয়েছেন ৫৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আমজাত হোসেন মন্ডল ছাতা প্রতীক নিয়ে ৫২৭ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মোঃ আলী হোসেন ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ সুরুজ আলী বই প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আজিজুল ইসলাম ৩১১ ভোট, ট্রেজারার পদে আবুল হোসেন ৫৭৩ ভোট, ডিরেক্টর পদে মোঃ মোফাজ্জল হোসেন ৭৪৩ ভোট ও মোঃ শফিউল বাশার সোহাগ ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা স্বাক্ষরিত ফলাফল ঘোষনায় এ তথ্য পাওয়া যায়।