ময়মনসিংহে পি-টি-আই ইন্সটিটিউটে প্রশিক্ষন কর্মশালা
প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১২৬ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে নাগরিক সনদের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন শীর্ষক একদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন -অর-রশিদ ও মোহাম্মদ ইমদাদুল হকসহ আরও অনেকেই।