বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিতঃ ৭:২৫ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩২০ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা: ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে ৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়েছে। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার। উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আহসান কবির রিপন ও মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।