বাউফলে কালিশুরি ডিগ্রি কলেজে অভিভাবক সভা
প্রকাশিতঃ ১১:০১ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৮৩৪ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা: শিক্ষার মান উন্নয়নে পটুয়াখালীর বাউফলের কালিশুরি ডিগ্রি কলেজে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১০ টায় কালিশুরি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । কালিশুরি ডিগ্রি কলেজের সুদক্ষ অধ্যক্ষ ও কালিশুরি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান নেছার উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিশুরি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জাফর , সহকারি অধ্যাপক এ এন এম রেজাউল করিম , সহকারি অধ্যাপক গিয়াস উদ্দীন আহমেদ . অভিভাবক মো: মিলন মল্লিক , শিকদার সহিদুল ইসলাম ও শান্তনা রানী । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক মো: রেজাউল হক ও হিসাব বিজ্ঞানের প্রভাষক লুৎফুল কবির (খোকন)। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।