সোনারগাঁ আওয়ামী লীগের সহ সভাপতি আজিমউদ্দিনের মৃত্যুতে সালাউদ্দিন মাসুমের শোক
প্রকাশিতঃ ১২:৫৭ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৭১ বার

আমিনুল ইসলাম, সোনারগাঁ, নারায়নগঞ্জঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আজিমউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মোল্লা মাসুম। এক শোক বার্তায় জনাব সালাউদ্দিন মোল্লা মাসুম বলেন, আমাদের সোনারগাঁয়ের সবার প্রিয় নেতা ও করিম জুট মিলের সিবিএ নেতা জনাব হাজী আজিমউদ্দিনের মৃত্যুতে আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। এই শোক ভাষায় প্রকাশের মত নয়। আমি সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আজিমউদ্দিন ১৩ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। বাদ মাগরিব উপজেলা সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় তার নামাজে জানাজার পর স্থানীয় কবরস্হানে তাঁকে দাফন করা হয়।তারঁ জানাজায় সোনারগাঁয়ে এমপি জনাব লিয়াকত হোসেন খোকা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।