আজ মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স

হালুয়াঘাটে শ্রমিক নির্বাচনে নতুন কিসিমের ভোট! ভোটার আছে, ব্যালট নেই! নির্বাচন স্থগিত

প্রকাশিতঃ ৪:৩৩ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১,২০৭ বার

স্টাফ রিপোর্টারঃ সুক্ষ্ণ কারচুপির মধ্য দিয়ে রবিবার হালুয়াঘাট গোবড়াকুড়া স্থলবন্দর শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরে জসীম উদ্দিন নামে এক প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিলন ও ওসি জাহাঙ্গীর আলম তালুকদার। সুত্রে জানা যায়, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৩৯ টি ভোটের অনুকূলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের পূর্বেই সবগুলো ব্যালট শেষ হয়ে যায়। পরে বিকালে অবশিষ্ট ভোটারররা ভোট দিতে গেলে তাদের ভোট দেওয়া হয়েছ গেছে এবং কোন ব্যালট নেই বলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা জানান। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হলে বিকাল সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার উপস্থিত হয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন এবং ব্যালট বাক্স থানায় নিয়ে আসেন।গোবড়াকুড়া গ্রামের ভোটার আঃ ছালাম, চান মিয়া, সামাদ, সিদ্দিক, আরফান, ইয়াসিন আলীসহ অনেকেই বলেন, আমরা ভোট দিতে গিয়েছি। পরে দেখি ব্যালট শেষ। আমাদেরকে ভোট দিতে দেয়নাই। ভোটার সাহাব উদ্দিন, মানিক ও তারা মিয়া বলেন, বাহিরে ১৫০ জনেরও বেশী ভোটার ছিলো যারা ভোট দিতে পারেনাই। এর আগেই শতভাগ ভোট কাস্টিং হয়ে গেছে বলে তারা জানান। অভিযোগকারীরা বলেন, মোট ৮৩৯ টি ভোটারের মাঝে দুপুর গড়ানোর পরপরই ৮৩৯টি ভোট কাস্টিং হয়ে যায়। বাহিরে যারা ভোট দিতে পারেনাই তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে বলে জানান। এই নির্বাচন সুক্ষ্ণ কারচুপি করা হয়েছে বলে ভোটাররা অভিযোগ করেন। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনার কাদির আহমেদ বলেন, কতিপয় লোকের বিশৃঙ্খলার কারনে নির্বাচনে গোলযোগ হয়। পরে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া ভোটে কোনরকম কারচুপি করা হয়নি বলে তিনি জানান।

 

Shares