আজ সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ২:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৮ বার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তালা ভবনের একটি কক্ষ থেকে ঐ বিদ্যালয়ের নৈশ প্রহরী রিপন চন্দ্র হুড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল হালুয়াঘাট থানা পুলিশ। তিনদিন বিদ্যালয় বন্ধ থাকার পর সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলে দেখতে পান একটি ফ্যানের সাথে ঝুলছে দপ্তরি রিপনের মৃতদেহ। পরে শিক্ষকরা টের পেয়ে পুলিশকে অবগত করলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর যাবত নৈশ প্রহরী পদে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে আসছে রিপন। এরই মধ্যে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ে। প্রচন্ড ঋণগ্রস্তের চাপ থেকে আত্মহত্যা করতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানান, গত শুক্র শনি এবং ররি তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল। তাছাড়া রবিবারদিন পুজার বন্ধ থাকায় তার সাথেও আর যোগাযোগ হয়নি। সোমবার সকালে শিক্ষার্থীরা নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে শিক্ষকদের জানান। প্রধান শিক্ষক বলেন, প্রচুর ঋণগ্রস্ত ছিল। লক্ষ লক্ষ টাকার ঋণের চাপ সইতে না পেরে হতাশাগ্রস্ত ছিল রিপন। এ নিয়ে অনেক সময় সালিশিও হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, ময়না তদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ###

Shares