হালুয়াঘাটে সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা
প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৬৯ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাটে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর মেয়র খাইরুল আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীবৃন্দ। পরে উপজেলা প্রাঙ্গনে সাংষ্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।