হালুয়াঘাটের ওসি’র মাল্টা বাগান পরিদর্শন
প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৪৫ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাটের ১নং ভূবনকূড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের কোচপাড়ায় বৃক্ষ প্রেমিক মাজহারুলের মাল্টা বাগান পরিদর্শন করতে গেলেন ওসি জাহাঙ্গীর আলম তালুকদার। সোমবার বিকেলে স্বপরিবারে উপস্থিত হয়ে কৃষক মাজহারুলের খোঁজ খবর নেন এবং আইনি সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। এ সময় ওসি’র সহধর্মীণিসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মাজহারুল জানান, তার নিজস্ব উদ্যোগে তিন একর জায়গার উপর সৌদি জাতের খেজুর, মাল্টা, এলাচিসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেছেন। কিন্তু কতিপয় দুস্কৃতিকারী তার এই বাগান গড়ে তোলার পিছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি এই বিষয়ে আইনি সহযোগীতাসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। জানা যায়, ইতিমধ্যে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তিনিও স্বপরিবারে ঐ বাগান পরিদর্শন করতে যান।