আজ মঙ্গলবার , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স

দেশে জীবিত ৪১টি ভাষার মধ্যে ১৪টি ভাষা বিপন্ন প্রায়

প্রকাশিতঃ ৪:৪৯ অপরাহ্ণ | মে ০৮, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২২৬ বার

ওমর ফারুক সুমন: ভাষা মানুষের বুদ্ধিমত্তা অর্জন, ধারন ও বিস্তারনের প্রধান মাধ্যম হলেও একের পর এক ভাষার জন্ম আর মৃত্যু ঘটেই চলছে। ভাষা বিজ্ঞানীদের মতে বর্তমানে বিশ্বে সাড়ে ছয় হাজারেরও বেশী ভাষা রয়েছে যাদের অর্ধেক এই চলতি শতকেই বিলুপ্ত হয়ে যেতে পারে। বাংলাদেশের বাস্তবতাও ভিন্ন নয়। সর্বশেষ জরীপ অনুযায়ী বাংলাদেশে বাংলাসহ একচল্লিশটি ভাষা জীবিত থাকলেও অনেকগুলো ভাষাই আজ বিলুপ্ত প্রায়। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কনফারেন্স হলরুমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর আয়োজনে বিভিন্ন ভাষাভাষীর নৃ-গোষ্ঠী নেতাদের সাথে মত বিনীময়কালে জানা যায় এ তথ্য। বিসিসি’র গবেষক ও লেখক পাবেল পার্থ বলেন, বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষাভাষী বাঙ্গালীর পাশাপাশি এই ভূখন্ডে আরও অর্ধশত ভাষা ও ভাষাজাতি রয়েছে, যাদের অনেক ভাষায় আজ বিপন্ন প্রায়। সম্প্রতি ড্রিম-৭১ নামে একটি সংস্থার জরিপে উঠে এসেছে, সর্বশেষ নৃতাত্ত্বিক জরিপে ১৪টি ভাষা আজ বিপন্ন। ভাষাগুলো হচ্ছে কন্দ, খারিয়া, কোডা, সাওরিয়া, মুন্ডা, কোল, মালতো, খুমি, পাংখোয়া, রেংমিটচা, চাক, খিয়াং, লুসাই, লালেং। এদের মধ্যে রেংমিটচার মতো এমন ভাষাও রয়েছে যাদের মধ্যে মাত্র ৬ জন ব্যবহারিক জীবিত রয়েছে। ২৬টি ভাষা রয়েছে যাদের বিভিন্ন লিপিতে ব্যহৃত হয়। লিখিত রুপ থাকা ভাষা গুলোর মধ্যে বাংলা বর্ণমালা ব্যবহার করে চারটি এবং ৮টি ভাষা নিজস্ব লিপি ব্যবহার করে। ১৪টি ভাষা রোমান লিপি ব্যবহার করলেও এখনো আরও ১৪টি ভাষা রয়েছে যাদের কোনো লিখিত রুপ-ই নেই। এ অবস্থায় ভাষা গুলো যাতে হারিয়ে না যায়, যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মের লোকেরাও জানতে পারে সে জন্যে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের অধীনে কাজ শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। এর মধ্য দিয়ে যে ডিজিটাল প্লাটফর্ম তৈরী করা হবে সেখানে প্রতিটি ভাষার প্রতিনিধিত্ব থাকবে । ৪০ ভাষার অন্তত ১২০০০ মিনিট স্পিচের আইপিএ উচ্চারনসহ অনুবাদ, প্রতিটি ভাষার জন্য সংক্ষিপ্ত ত্রৈভাষিক শব্দকোষ, নিজস্ব লিপি থাকা ভাষাগুলোর জন্য ইউনিভার্সেল কিবোর্ড, ফন্ট, ফনোলজিক্যাল চার্ট এবং নৃগোষ্ঠীদের মৌখিক সাহিত্যের একটি সুবিন্যস্ত সংগ্রহশালা তৈরী হবে। এর ফলে বিপন্ন ভাষাগুলোর ডিজিটাল আর্কাইভিং এর পাশাপাশি নৃতাত্বিক ভাষাভাষী মানুষেরা কিবোর্ডে নিজ মাতৃভাষা ব্যবহারের মাধ্যমে ডিজিটাল জগতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন । এই কম্পোনেনটির বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড নামে একটি সংস্থা। মত বিনীময় সভায় বিশটির অধিক ভাষাভাষীর নৃ-গোষ্ঠী নেতারা অংশ নেয়। নিজের মায়ের ভাষাকে টিকিয়ে রাখতে এবং স্বীকৃতি পেতে জোর দাবী জানানো হয় নৃ-গোষ্ঠী নেতাদের পক্ষ থেকে। সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিসি’র নির্বাহী পরিচালক ডক্টর মোঃ আব্দুল মান্নান।

Shares