আজ শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন আছে: আপিল বিভাগের রেজিস্ট্রার

প্রকাশিতঃ ৩:৩৬ অপরাহ্ণ | মে ৩১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৬৭ বার

ডেস্ক রিপোর্টঃ দেশে পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন আছে। আজ বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ব্যবসা সহজ করার ক্ষেত্রে নেওয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি জানাতে আয়োজিত সেমিনারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সভাটির আয়োজন করে।

আইন থাকলেও তা প্রয়োগ করার মতো জনবল না থাকার কথা উল্লেখ করে বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ সঠিক ভাবে হচ্ছে না। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না। যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মানুষের জন্য বিচারকের সংখ্যা ৮৫ হাজার। বাংলাদেশে ১৬ কোটি মানুষের ক্ষেত্রে এ সংখ্যা ১ হাজার ২০০ জন। বিচারকেরা বসার জায়গা পান না। এজলাসের সংখ্যা কম। এসব সমস্যার সমাধান আগে দরকার।’

এর আগে আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাওজুল আজিম বলেন, ১০-১২টি আইন সরাসরি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত। এসব আইনের কয়েকটির বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। ফলে এখনকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন খাপ খাওয়াতে পারছে না। এসব আইন হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, চারটি ক্ষেত্রে কিছু সংস্কারকাজ করে বিডা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ডুয়িং বিজনেসে উন্নতির আশা করছে।

সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ক্ষেত্রে। আগে যেখানে বিদ্যুৎ-সংযোগ পেতে ব্যবসায়ীদের ৪০৪ দিন লাগত, এখন সেটা মিলছে ২৮ দিনে। বিশ্বব্যাংক প্রতিবছর ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রতিবেদন প্রকাশ করে। কোন দেশে ব্যবসা করা কতটা সহজ, তা প্রকাশ পায়। বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে এ সূচককে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। গত বছর সহজে ব্যবসা সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। সরকার এ ক্ষেত্রে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৯৯তম অবস্থানে আনতে চায়।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ডুয়িং বিজনেসে এ বছর উন্নতির প্রত্যাশা করছি। কতটুকু উন্নতি হবে, তা বলতে পারবে যারা তালিকা করে, তারা।’

অনুষ্ঠানে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) নিবন্ধক রুহিদাস জদ্দার, ঢাকা চেম্বারের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, বিডার সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, পরিচালক তৌহিদুর রহমান খান, মো. আরিফুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Shares