ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা
প্রকাশিতঃ ৯:৩০ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫১ বার

মোঃ দৌলত হোসেনন, নালিতাবাড়ী:
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষ মেঘমালায় এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি।বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, মঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম ও আব্দুল মোমেন প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।