আজ বুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ |

শিরোনাম

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন হালুয়াঘাটে পৌরসভা নির্বাচনে ১২১৩ ভোটের ব্যবধানে ‘খুররম’ বিজয়ী নগদে হোল্ডিং টেক্স পরিশোধে নালিতাবাড়ীতে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০ ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা সেঁজুতি মাদার্স ক্লাবের নারী দিবস পালিত পথরোধ করে মারধর, টাকা ছিনতাই পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সার্জেন্ট আহাদ স্বরণে নালিতাবাড়ীতে আলোচনা সভা নালিতাবাড়ীতে চিত্র প্রদর্শনী উদ্ভোধন শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া নকলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নালিতাবাড়ীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন

পথরোধ করে মারধর, টাকা ছিনতাই

প্রকাশিতঃ ১:১৩ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৮২ বার

নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পথরোধ করে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার (০১ মার্চ) রাতে পৌরশহরের দক্ষিন বাজার এলাকায় এই মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক সোহাগ (৪৮)। তিনি উপজেলার যোগানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার কাপাশিয়া এলাকার শহীদু উল্লাহর ছেলে সায়েদুল (৪৩), মৃত আহম্মদ আলীর ছেলে সোলায়মান (৫০) ও যোশেফ (৪২), পৌরশহরের গড়কান্দা এলাকার শহীদুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬), নগরবেড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (৪৬) সহ অজ্ঞাতনামা আরোও ৮ জন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সোহাগ তাঁর বোন শিরিনার কাছ থেকে ব্যবসার জন্য এক লাখ টাকা নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন। এসময় অভিযুক্ত ইউসুফ ভুক্তভোগী সোহাগকে ফোন করে শহরের দক্ষিন বাজারস্থ তাঁর দোকানে আসতে বলেন৷ এসময় জমি নিয়ে সোহাগের সাথে সায়েদুলদের ঝগড়া ও মামলা মীমাংসার প্রস্তাব দেন ইউসুফ। পরে সোহাগ আপোষ করতে অস্বীকৃতি জানিয়ে দোকান থেকে বের হন। পরে সোহাগের উপর রড দিয়ে অতর্কিত হামলা করে ও সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা৷ পরে স্থানীয় ও সাক্ষীদের সহযোগীতায় ইউসুফ সোহাগকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী সোহাগ বলেন, ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে মারধর করেছে। তাঁর দোকান থেকে বের হয়ে আসার পরই অভিযুক্তরা রড দিয়ে আমার উপর এলোপাথারী মারধর শুরু করে। আমার সাথে থাকা এক লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে ওরা। মারধরে আমার বাম পায়ের হাত, দুইটি দাঁত ও হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে৷ আমি এই ঘটনার বিচার চাই৷

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এঘটনায় গত শনিবার বিকেলে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছ্র। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Shares