আজ বুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ |

শিরোনাম

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন হালুয়াঘাটে পৌরসভা নির্বাচনে ১২১৩ ভোটের ব্যবধানে ‘খুররম’ বিজয়ী নগদে হোল্ডিং টেক্স পরিশোধে নালিতাবাড়ীতে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০ ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা সেঁজুতি মাদার্স ক্লাবের নারী দিবস পালিত পথরোধ করে মারধর, টাকা ছিনতাই পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সার্জেন্ট আহাদ স্বরণে নালিতাবাড়ীতে আলোচনা সভা নালিতাবাড়ীতে চিত্র প্রদর্শনী উদ্ভোধন শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া নকলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নালিতাবাড়ীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন

শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী

প্রকাশিতঃ ১১:২১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৫ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী; আওয়ামী লীগের আমলে দেশের চেহারা পাল্টে গেছে। করোনা পরবর্তী সময়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে বুঝানো যাবে না।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) নালিতাবাড়ীতে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, সারা বাংলাদেশ যখন ঘুমিয়ে থাকে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিন জেগে থাকেন। তিনি সব সময় ভাবেন কিভাবে দেশের মানুষের সেবা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে। এছাড়া শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারনে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহবান জানান।

এদিন বেগম মতিয়া চৌধুরী তাঁর নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত শীর্ষ ১০ জন ও প্রতি ইউনিয়নে ১০০ জন করে দু:স্থসহ সর্ব মোট ২ হাজার ৭৭০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো: ওয়াজ কুরুনী, পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ

Shares