নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া
প্রকাশিতঃ ২:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৫৩ বার

নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাধারণ সম্পাদক মরহুম ইদ্রিছ আলীর চতূর্থ মৃত্যুবাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল এর সভাপতিত্বে এতে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান ঊর্ধতন পরিষদের প্রধান কর্মকর্তা আলহাজ্ব এমএ হাকাম হীরা। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল মোমেন প্রয়াত সাংবাদিক ইদ্রিস আলীকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন মরণব্যধি ক্যান্সারে ভোগে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯৯২ সালে নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক ছাড়াও পেশাগত জীবনে তিনি তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিসিআইসি অনুমোদিত সার ডিলার এবং ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী’র সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সামাজিক বিভিন্ন কর্মকা-ের সাথে সম্পৃক্ততা ছাড়াও স্থানীয় পত্রিকা বাংলার কাগজ এর একজন নিয়মিত হীতাকাঙ্খী ছিলেন। নালিতাবাড়ী শহরে বসবাস করলেও তাঁর জন্মস্থান গ্রামের বাড়ি নয়াবিল ইউনিয়নের হাতিবান্দা গ্রামে।