আজ বুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ |

শিরোনাম

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন হালুয়াঘাটে পৌরসভা নির্বাচনে ১২১৩ ভোটের ব্যবধানে ‘খুররম’ বিজয়ী নগদে হোল্ডিং টেক্স পরিশোধে নালিতাবাড়ীতে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০ ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা সেঁজুতি মাদার্স ক্লাবের নারী দিবস পালিত পথরোধ করে মারধর, টাকা ছিনতাই পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সার্জেন্ট আহাদ স্বরণে নালিতাবাড়ীতে আলোচনা সভা নালিতাবাড়ীতে চিত্র প্রদর্শনী উদ্ভোধন শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া নকলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নালিতাবাড়ীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন

ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

প্রকাশিতঃ ১:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬০ বার

নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে।
আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত বরণ।
এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি বিদ্যানিকেতন স্কুলে সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঋতুরাজ বসন্ত বরণ পালন করেন,
বরণ করতে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত হন, শিক্ষার্থীদের সাথে অভিবাবক, শিক্ষক, সাংবাদিক, ও সামাজিক ব্যক্তিদের অংশ গ্রহণ ছিলো লক্ষনীয়। যেনো প্রকৃতির সাজে বিভিন্ন কাচা ফুলের রূপ নিয়ে মেয়েদের সৌন্দর্য তাকিয়ে ছিলো বিদ্যালয়ের ক্যাম্পাস। সকলের উপস্থিতিতে সকাল ১০ ঘটিকায় বসন্ত শোভাযাত্রা শুরু হয় বাজারের প্রধান প্রধান সড়ক গুলোতে।
এর পর বিদ্যালয়ের ক্যাম্পাসে অতিথিদের বসন্ত বরণ নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দ্বিতীয় প্রোগ্রাম শুরু হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক এম হাকাম হীরা, সাংবাদিক সামিদুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাব নালিতাবাড়ী সভাপতি মান্নান সোহেল,অভিভাবক সাফিনা আক্তার শিমা,কেয়া নকরেক,রুকুনজ্জামান জুয়েল, কল্পনা নকরেক প্রমুখ।এর পর বসন্ত বরণের রুপে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে নৃত্য গানে মেতে উঠেন সবাই। সেই সাথে ফুলের দোকান পিঠার দোকান সহ বিভিন্ন স্টল ছিলো। দীর্ঘদিন পর যেনো এমন আয়োজন হলো।
‘কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান/বসন্ত এসে গেছে’ গানের সুরে সুরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন
, ‘ফাগুন মানেই পলাশ, শিমুল, দখিনা হাওয়া, ফাগুন মানেই হৃদয় রঙিন, ফাগুন মানেই কোকিলের কুহুতান। তাই, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহম্মুদুল হাসান

Shares