আজ শনিবার , ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

নালিতাবাড়ীতে ত্রি-বার্ষিক কাউন্সিলে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিতঃ ৮:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ১৮, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০৭ বার

ওমর ফারুক সুমনঃ গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এএইচএম মোস্তফা কামালকে সভাপতি এবং ওয়াজ কুরুণীকে সাধারন সম্পাদক করে আঠারো সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। কাউন্সিলের প্রথশ অধিবেশনের শুরুতেই বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্ভোধন ঘোষণা করেন শেরপুর জেলা আওয়ামীলীগের এই নেতা। পরে নালিতাবাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন শ্রীবর্দী ও ঝিনাইগাতি আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুল হকসহ আরও অনেকেই।বক্তব্য শেষে পুরনো কমিটি বিলুপ্ত করে প্রথম অধিবেশন সমাপ্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। প্রথম অধিবেশন শেষে বিরতি দিয়ে আঠারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে ১২ জন প্রার্থী ও সাধারন সম্পাদক পদে ১১ জন প্রার্থীর যাচাই বাছাই শেষে সমঝোতা সাপেক্ষে সন্ধার প্রারম্ভে নতুন কমিটি ঘোষনা করা হয়। সহ-সভাপতি পদে যাদেরকে স্থান দেয়া হয় তারা হলেন মোঃ আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা শ্রী বিপ্লব বর্মন, সুরুজ্জামান, ডাঃ জলিল উদ্দিন, আলহাজ্ব নুরুল আমিন, এড. গোলাম কিবরিয়া ভুলু, হাবিবুর রহমান টিপু, শ্রী যোগেন চন্দ্র রায়, আসমত আরা আছমা। যুগ্ন সাধারন সম্পাদক পদে ফারুক আহমেদ বকুল, শিল্পপতি আলহাজ্ব মোশারফ হোসেন ও সারোয়ার আহমেদ স্বপন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও সম্মানিত সিনিয়র সদস্য হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান লেবুর নাম ঘোষণা করা হয়েছে।বলা হয়েছে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মিলে চূড়ান্ত কমিটি তৈরি করবে। আওয়ামীলের এ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতা কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। অডিটোরিয়াম ছাড়াও কয়েক হাজার নেতা কর্মীরা বাহিরে দাঁড়িয়ে সম্মেলন উপভোগ করতে দেখা যায়।

Shares