প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৪ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ১০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট থানার এস আই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে শিমুলকুচি ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন নাশুল্যা গ্রামের হৃদয় মিয়া, আমিনুল ইসলাম ও শিমুলকুচি গ্রামের শাহীন মিয়া। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার বিকেলে আটককৃত তিন আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।