আজ বুধবার , ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

ভূমি কর্মকর্তার প্রতিবেদনে হয়রানির শিকার হলেন প্রকৃত মালিক ফুলপুরে পুলিশের হাতে হালুয়াঘাটের দুই মাদক কারবারি আটক হালুয়াঘাটে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ নালিতাবাড়ীতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করেন মতিয়া চৌধুরী, নাকুঁগাও স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করে এই অঞ্চলের অর্থনৈতিক পাল্টে যাবে- আইবিসিসিআই সভাপতি নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার নাশকতার মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান কারাগারে মিথ্যে ও গায়েবি মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন-প্রিন্স প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া গরু, চলে গেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গোয়ালে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন_কৃষ্ণ অর্ধ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা হালুয়াঘাটে বিএনপির তিন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিএনপিকে আওয়ামীলীগ ভয় পায়-প্রিন্স স্বাক্ষর জালের মামলায় কারাগারে জুলহাস নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করায় প্রকৃত দই বোন মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত

হালুয়াঘাটে শিশুকে বেধড়ক পিটুনি। শিক্ষক আটক

প্রকাশিতঃ ৬:১৯ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩,৭০৯ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ক্লাসের পড়া না পাড়ায় প্রথম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে উঠেছে জাফর আলী নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা সাইদুল ইসলাম রুবেল। পরে বৃহস্পতিবার মধ্যরাতে ওসি শাহিনুজ্জামান খানের নেতৃত্বে এস আই শামসোদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত শিক্ষক আবু জাফরকে আটক করে।আটকের পর হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন অবস্থায় শিশুটিকে দেখতে যান হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান। এ সময় শিশুর স্বজনদেরকে ন্যায় বিচার পাওয়ার প্রতিশ্রুতিও দেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে আবু জাফরকে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও শিশুটির পিতা সাইদুল ইসলাম রুবেল ও মামলা সুত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের রওজাতুল আতফাল নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়তেন জুনাঈদ।প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মাদ্রাসায় যান নয় বছরের এই নির্যাতিত শিক্ষার্থী। ঐদিন ক্লাসের পড়া না পাড়ায় শিশু জুনাঈদকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে আহত করেন মাদ্রাসার শিক্ষক আবু জাফর সিকদার এমন দাবী করা হয় জুনাঈদের পরিবারের পক্ষ থেকে।পরে খবর পেয়ে শিশুর স্বজনরা আহত জুনাঈদকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানতে চাইলে জুনাঈদ বলেন, ক্লাসে পড়া না পারার কারনে তাকে নির্মমভাবে পিটিয়েছে শিক্ষক আবু জাফর।এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখান তিনি।পিটানোর বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল অফিসার শাহাদত হোসেন বলেন, শিশু জুনাঈদের শরীরের কয়েক জায়গায় বেতের দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে, তাই তাকে ভর্তি করা হয়েছে। মারধরের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরিচালক রুবেল বলেন, শিশু জুনাঈদ এক মেয়ের কাছে প্রায়ই চিঠি দেয়। তাই তাকে পিটিয়েছে অভিযুক্ত শিক্ষক আবু জাফর।শিশু জুনাঈদের বিরুদ্ধে মুঠোফোনে একই অভিযোগ করেন অভিযুক্ত শিক্ষক আবু জাফর। সামান্য পিটানো হয়েছে বলে দাবী আবু জাফরের।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে শিক্ষক আবু জাফরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা রুজো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Shares