আজ বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

দুই বছরের কারাদণ্ড আওয়ামিলীগ নেতার স্ত্রীর

প্রকাশিতঃ ১০:৫৫ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬০ বার

এনই আকন্ঞ্জি ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের স্ত্রী ফারজানা রতন সোনিয়ার বিরুদ্ধে তার সাবেক স্বামী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের দায়ের করা মামলায় দুই বছরের কারাদন্ড প্রদান করেছেন ঢাকা মহানগর আদালত-৭।
বাদীর আইনজীবি এ্যাড.আরফানুল হক জানান আমার বাদী আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া আবদুল হান্নান রতনের ঘর ছেড়ে তার পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সাথে যাওয়ার সময় বিপুল পরিমান নগদ অর্থ ও স্বর্ণ গহনা নিয়ে পালিয়ে যায়। এই সময় আমার বাদী দিশেহারা হয়ে ২০১৬ সালে ১৯ মার্চ গুলশান থানায় তার স্বাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আদালত-৭ ম্যাজিষ্ট্রেট শাউদুল হক এই মামলার আসামি ফারজানা রতন সোনিয়াকে দুই বছরের কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করে এই রায় দেন। তবে আসামী ফারজানা রতন সোনিয়ার বর্তমান স্বামী সৈয়দ তৌফিক আহমেদ মারা যাওয়ায় এই মামলা থেকে তিনি খালাস পান।

মামলার বাদী আবদুল হান্নান রতন জানান আসামীরা আমার সাজানো সংসার নষ্ট করেছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। তবে মামলার আসামী ফারজানা রতন সোনিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেনি। উল্লেখ্য: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা রতন সোনিয়া। স্বামী, দুই মেয়ে, এক ছেলে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে রতনের সাথে সোনিয়ার ২০১৭ সালে ১৭ মার্চ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সোনিয়া তার পরকীয়া প্রেমিক তৌফিককে ২০২০ সালে ২৪ মে বিয়ে করেন। তবে ২০২১ সালে ২২ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনিয়ার বর্তমান স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ।

Shares