আজ শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

গাছচাপায় প্রাণ গেল দুই ছাত্রের

প্রকাশিতঃ ১০:৩৫ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৮৯ বার

ডেস্ক রিপোর্টঃ পাবনার সুজানগর উপজেলায় রাস্তার গাছ চাপা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সুজানগর পৌরসভার হাসপাতালপাড়া এলাকার শ্রী বসু হালদারের ছেলে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র শ্রী কিশান হালদার (৭) এবং একই এলাকার শ্রী বাসু হালদারের ছেলে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র শ্রী রুপম হালদার (৮) ।

এদের মধ্যে কিশান হালদার ঘটনাস্থলেই আর রুপম হালদারকে রাজশাহী নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়। আহত শিমুল (১৪) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র পৌর সদরের হলদারপাড়া মহল্লার সুদেব হলদারের ছেলে।

স্থানীয়রা জানান, হাসপাতালের পেছনের রাস্তা সংস্কার কাজ করতে ভেকু গাড়ি দিয়ে রাস্তার পাশের বড় বড় গাছ কাটছিল ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। এ সময় রাস্তার পার্শ্ববর্তী মাঠে ওই শিশুরা খেলাধুলা করা অবস্থায় দুইটি সুপারিগাছ তাদের গায়ের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কিশান হালদারকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই স্কুলছাত্র শিমুল হালদার ও রুপম হালদারকে গুরুতর অবস্থার দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠান। অবস্থার আরও অবনতি হওয়ায় রুপম হালদারকে রাজশাহী নেয়ার পথে সে মারা যায়। বর্তমানে শিমুল পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত কিশানের চাচা বিপুল হালদার জানান, ঠিকাদার যেনতেন করে সড়কের কাজ করছে। ভেকু দিয়ে সড়কের মাটি ও গাছ কেটে যেমন খুশি তেমন করে এদিক-সেদিক ফেলছে। এর আগেও অনেকেই কম-বেশি আহত হয়েছে। পৌরসভার কোনো লোক কাজের দেখা শোনা না করায় আজ এ দুর্ঘটনা ঘটেছে । আমার দুই ভাতিজা নিহত ও এক ভাতিজা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shares