আজ বুধবার , ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

ভূমি কর্মকর্তার প্রতিবেদনে হয়রানির শিকার হলেন প্রকৃত মালিক ফুলপুরে পুলিশের হাতে হালুয়াঘাটের দুই মাদক কারবারি আটক হালুয়াঘাটে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ নালিতাবাড়ীতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করেন মতিয়া চৌধুরী, নাকুঁগাও স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করে এই অঞ্চলের অর্থনৈতিক পাল্টে যাবে- আইবিসিসিআই সভাপতি নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার নাশকতার মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান কারাগারে মিথ্যে ও গায়েবি মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন-প্রিন্স প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া গরু, চলে গেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গোয়ালে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন_কৃষ্ণ অর্ধ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা হালুয়াঘাটে বিএনপির তিন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিএনপিকে আওয়ামীলীগ ভয় পায়-প্রিন্স স্বাক্ষর জালের মামলায় কারাগারে জুলহাস নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করায় প্রকৃত দই বোন মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত

গ্রাম্য শালিশ করতে গিয়ে প্রতিহিংসার বলি ইউপি চেয়ারম্যান: সংবাদ সম্মেলন।

প্রকাশিতঃ ৬:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০৮ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী শেরপুর: বিচারপ্রার্থীর বিচার করতে গিয়ে তৃতীয় পক্ষে প্রতিহিংসার বলি হয়েছেন আব্দুল মজিদ নামে এক তরুণ ইউপি চেয়ারম্যান। ফলে পরিষদের সদস্য ও সদস্যাদের উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে বক্তব্য তুলে ধরেন প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান। তিনি বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গণি অনেক আগে পরিষদ সংলগ্ন ৮ শতাংশ জমি ক্রয় করেন। প্রায় চার মাস আগে ওই জমির পজিশন বুঝে পেতে বর্তমান পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের কাছে আবেদন করেন তিনি। ফলে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ অপর পক্ষ নওশেদ আলীকে তার দাবীকৃত ৭ শতাংশ জমির কাগজপত্র সংগ্রহ করতে সময় দেন। চার মাস অতিবাহিত হওয়ার একপর্যায়ে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার উভয়পক্ষ এবং স্থানীয় গণ্যমান্যদের নিয়ে খারিজ অনুযায়ী ওসমান গণিকে সোয়া ৫ শতাংশ বুঝিয়ে দেওয়া হয়।
অন্যদিকে নওশেদ আলীর কাগজপত্র দাখিলসাপেক্ষে তার অংশটুকুও বুঝিয়ে দিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যা উভয়পক্ষ মেনে নেন।
এদিকে বিষয়টি সমাধানের পরপরই নওশেদ আলীর ভাতিজা সোহেল, রাসেল ও দুদুসহ কয়েকজন এসে জমির খুঁটি উপড়ে ফেলে এবং চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগাল করে। এমতাবস্থায় বিষয়টি কর্ণপাত না করে চেয়ারম্যানসহ অন্যরা ঘটনাস্থল থেকে চলে আসেন।
রাতেই সোহেল, রাসেল ও দুদুসহ কয়েকজন মিলে চেয়ারম্যানকে আক্রমণ করতে পরিকল্পনা করে এবং তা বালুঘাটা বাজারে বলে বেড়ায়। পরিকল্পনা মতো পরদিন শনিবার সন্ধ্যায় চাকু, লোহাড় রড, চেইন এসব নিয়ে বালুঘাটা বাজারে আসে এবং ঘুরাফেরা করে। এসময় চেয়ারম্যান এর আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন বিষয়টির প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকদের বাধায় বিষয়টি তৎক্ষণিক নিস্পত্তি হয়ে গেলেও জামালপুরের এক হাসপাতালে প্রতিপক্ষের একজনকে একদিনের জন্য ভর্তি করানো হয়। পরে চেয়ারম্যান আব্দুল মজিদকে প্রধান আসামী করে আদালতে মামলা দায়ের করে তৃতীয় পক্ষের আব্দুল মান্নান। মামলায় চেয়ারম্যান এর ভাতিজা এবং ঢাকায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আশরাফুলকেও আসামী করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ও জমি নিয়ে ভুক্তভোগী ওসমান গণি, ইউপি সদস্য এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ইউপি সদস্য আব্দুল্লাহ ও সংরক্ষিত নারী সদস্য রীনা বেগম বক্তব্য রাখেন।
এসময় তারা মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বলেন, গ্রামের ছোটখাটো সমস্যা সমাধান করাই আমাদের কাজ। ন্যায়সঙ্গত কাজ করতে গেলে যদি আমাদের প্রতিহিংসার শিকার হতে হয় তবে পরিষদের ভাবমূর্তি নষ্ট হয় এবং বিচারপ্রার্থী ভুক্তভোগীরা হতাশ হন। তাই আমরা এর প্রতিকার চাই।

Shares