বাউফলে ৫ ছাত্রদল নেতার কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশিতঃ ৬:৪৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৯৮ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ-পদবী পাওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পটুয়াখালী বাউফল উপজেলার ৫ ছাত্রদল নেতা। দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রোজ রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট মো. রুহুল কবীর রিজভী। এর আগে গত ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম (শ্রাবন) কে সভাপতি ও সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ৫ মাস ৫ দিন পরে ছাত্রদলের ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন কাছিপাড়া ইউনিয়নের মো. মিলন হাওলাদার, সহসাধারণ পদ পেয়েছেন সূর্য্যমনি ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন, কাছিপাড়া ইউনিয়নের মো. রুহুল আমিন ও ধূলিয়া ইউনিয়নের মো.কামরুজ্জামান(কামরুল) এবং সহ পাঠাগার সম্পাদক পদ পেয়েছেন মদনপুরা ইউনিয়নের মো. আনিচুর রহমান(আনিচ)।