দাশপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজম, সম্পাদক মজিবর
প্রকাশিতঃ ১১:৪১ পূর্বাহ্ণ | আগস্ট ০২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৫১ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় খেজুর বাড়িয়া গ্রামের চৌধুরী বাড়ী মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। উদ্ভোধক ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। সম্মেলনে সম্পূর্ন গনতান্ত্রিক পন্থায় দাশপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটির বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে মোঃ আলী আজম চৌধুর কে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মিয়াজ উদ্দিন মজিবর মৃধাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ মুনির হোসেন এ ঘোষণা দেন। দাশপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ আলী আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ মিয়াজ উদ্দিন মজিবর মৃধা। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সহা¯্রাধিক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।