দলিল প্রতি অতিরিক্ত ফি ১০ হাজার টাকা। প্রতিবাদে ধোবাউড়ায় সংবাদ সম্মেলন
প্রকাশিতঃ ২:২৩ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৭৪ বার

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন যাবৎ ময়মন্সিংহের ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিষ্টার মো. রায়হান হাবিব, দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক- মো. আব্দুল কুদ্দুছ মিলে একটা সিন্ডিকেট করে সরকারি ফি ব্যাতীত সমিতির নামে সর্বনিম্ন দশ হাজার টাকা , সাব রেজিস্ট্রারের নামে দলিল প্রতি চার হাজার টাকা অতিরিক্ত ফি আদায় করে যাচ্ছেন এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশিষ হোড়, যুগ্মসাধারণ সম্পাদক শওকত ওসমান সহ বেশ কয়েকজন ভুক্তভোগী।