আজ বুধবার , ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

ভূমি কর্মকর্তার প্রতিবেদনে হয়রানির শিকার হলেন প্রকৃত মালিক ফুলপুরে পুলিশের হাতে হালুয়াঘাটের দুই মাদক কারবারি আটক হালুয়াঘাটে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ নালিতাবাড়ীতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করেন মতিয়া চৌধুরী, নাকুঁগাও স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করে এই অঞ্চলের অর্থনৈতিক পাল্টে যাবে- আইবিসিসিআই সভাপতি নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার নাশকতার মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান কারাগারে মিথ্যে ও গায়েবি মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন-প্রিন্স প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া গরু, চলে গেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গোয়ালে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন_কৃষ্ণ অর্ধ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা হালুয়াঘাটে বিএনপির তিন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিএনপিকে আওয়ামীলীগ ভয় পায়-প্রিন্স স্বাক্ষর জালের মামলায় কারাগারে জুলহাস নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করায় প্রকৃত দই বোন মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত

২৫ বৎসরেও হয়নি বিলকিছের প্রতিবন্ধী ভাতা

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৩৩ বার

ওমর ফারুক সুমন: দুই হাত অচল শারিরীক প্রতিবন্ধী বিলকিছ আক্তার। প্রতিবন্ধী হয়েও গত ২৫ বছরেও হয়নি প্রতিবন্ধী বিলকিছের ভাতা। ভাতার জন্যে বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরেও ভাতার ব্যবস্থা না হওয়ায় অবশেষে হতাশ। দৈনিক মানবজমিন প্রতিবেদকের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ভাতা না পাওয়ার এমন হতাশার কথাগুলোই বলছিলেন বিলকিছ ও তার স্বজনরা। সুত্রে জানা যায়, দুই হাত অচল বিলকিছ আক্তারের জন্ম ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। দেখতে সুন্দর ফুটফুটে লাবন্যময়ী। তথাপি মুখের কোনে ভেঁসে উঠছে হতাশার ছাপ। দুটি হাতই অচল থাকায় কাজ কর্মও করতে পারেনা। বিলকিছের বাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রনকুঠরা গুচ্ছ গ্রামে। বিয়ে হয় গুচ্ছ গ্রামের হারুন অর রশিদের পুত্রের সাথে। এক খন্ড ( দুই শতাংশ) খাস জমিতে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন বিলকিছ। কথা হয় বিলকিছ আক্তারের সাথে। ক্যামেরায় ফটে উঠে কষ্টের ছবি। মুখের কোনে সামান্য হাস্যোজ্জল দেখা গেলেও কথায় প্রকাশ ঘটে তীক্ত বিষাদের। জানান, বার বার উপজেলা সমাজসেবা অফিসে ভাতার জন্যে দ্বারস্থ হয়েছেন। কিন্তু হতাশ। ভাতা হয়নি বিলকিছের। এখন নিরুপায় হয়ে অনেকটা ভাতার আশা ছেড়েই দিয়েছেন। তারপরেও স্বপ্ন দেখেন বিলকিছ। স্বপ্ন দেখেন সুন্দর করে একটু বাঁচার। সমাজের ৮/১০ জন স্বাভাবিক নারীর মতই বেঁচে থাকতে চান তিনি। ভাতার ব্যবস্থা হলে সেই টাকা দিয়ে কিছুটা হলেও সুখের পরশ রচনা করার ইচ্ছে বিলকিছের। বিলকিছের শশুর হারুন অর রশিদ বলেন, বার বার ভাতার জন্যে আবেদন করেন। কিন্তু ভাতা কেন হয়নি তার উত্তর জানা নেই। উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহমান বলেন, নতুন অর্থ বছরে বরাদ্ধ আসলেই প্রতিবন্ধী ভাতা হতে পারে। তার জন্যে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।

Shares