আজ বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

২৫ বৎসরেও হয়নি বিলকিছের প্রতিবন্ধী ভাতা

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৬৮ বার

ওমর ফারুক সুমন: দুই হাত অচল শারিরীক প্রতিবন্ধী বিলকিছ আক্তার। প্রতিবন্ধী হয়েও গত ২৫ বছরেও হয়নি প্রতিবন্ধী বিলকিছের ভাতা। ভাতার জন্যে বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরেও ভাতার ব্যবস্থা না হওয়ায় অবশেষে হতাশ। দৈনিক মানবজমিন প্রতিবেদকের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ভাতা না পাওয়ার এমন হতাশার কথাগুলোই বলছিলেন বিলকিছ ও তার স্বজনরা। সুত্রে জানা যায়, দুই হাত অচল বিলকিছ আক্তারের জন্ম ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। দেখতে সুন্দর ফুটফুটে লাবন্যময়ী। তথাপি মুখের কোনে ভেঁসে উঠছে হতাশার ছাপ। দুটি হাতই অচল থাকায় কাজ কর্মও করতে পারেনা। বিলকিছের বাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রনকুঠরা গুচ্ছ গ্রামে। বিয়ে হয় গুচ্ছ গ্রামের হারুন অর রশিদের পুত্রের সাথে। এক খন্ড ( দুই শতাংশ) খাস জমিতে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন বিলকিছ। কথা হয় বিলকিছ আক্তারের সাথে। ক্যামেরায় ফটে উঠে কষ্টের ছবি। মুখের কোনে সামান্য হাস্যোজ্জল দেখা গেলেও কথায় প্রকাশ ঘটে তীক্ত বিষাদের। জানান, বার বার উপজেলা সমাজসেবা অফিসে ভাতার জন্যে দ্বারস্থ হয়েছেন। কিন্তু হতাশ। ভাতা হয়নি বিলকিছের। এখন নিরুপায় হয়ে অনেকটা ভাতার আশা ছেড়েই দিয়েছেন। তারপরেও স্বপ্ন দেখেন বিলকিছ। স্বপ্ন দেখেন সুন্দর করে একটু বাঁচার। সমাজের ৮/১০ জন স্বাভাবিক নারীর মতই বেঁচে থাকতে চান তিনি। ভাতার ব্যবস্থা হলে সেই টাকা দিয়ে কিছুটা হলেও সুখের পরশ রচনা করার ইচ্ছে বিলকিছের। বিলকিছের শশুর হারুন অর রশিদ বলেন, বার বার ভাতার জন্যে আবেদন করেন। কিন্তু ভাতা কেন হয়নি তার উত্তর জানা নেই। উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহমান বলেন, নতুন অর্থ বছরে বরাদ্ধ আসলেই প্রতিবন্ধী ভাতা হতে পারে। তার জন্যে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।

Shares