ওজনের বেশি নেওয়ার অভিযোগ
প্রকাশিতঃ ৯:২৫ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭ বার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শষ্য ক্রয়ে ওজনে বেশি নেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী কৃষকেরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার প্রায় দেড় হাজার কৃষকের স্বাক্ষর সম্মলিত এই লিখিত অভিযোগ পত্র ইউএনও এর কাছে দেয়া হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় নালিতাবাড়ী উপজেলাধীন বাজার সমুহে উৎপাদিত কৃষিপন্য বিশেষ করে ধান, সরিষা ইত্যাদি পন্য ক্রয়ের সময় কৃষকের কাছ থেকে ব্যাবসায়ীরা প্রতি মণে ২ থেকে ৩ কেজি কৃষি পন্য ধলতার নামে বেশি নিচ্ছে। ফলে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক মাহমুদুল আহসান লিটন বলেন, নালিতাবাড়ীতে দীর্ঘদিন যাবত ব্যাবসায়ীরা ধলতার নামে নিরীহ কৃষকদের ঠকিয়ে যাচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।