হালুয়াঘাটে ভূমিহীনদের তৃতীয় দফা ঘর হস্তান্তর নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনীময়
প্রকাশিতঃ ২:৪৪ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭৮ বার

ওমর ফারুক সুমনঃ মুজিবর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় দফায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্ভোদন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হালুয়াঘাট উপজেলা কনফারেন্স হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে উক্ত মতবিনীময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৬ এপ্রিল হালুয়াঘাটে ৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া ঘর হস্তান্তর করা হবে। এর আগে উপজেলায় প্রথম পর্যায়ে ১০০ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানান। ও সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন উপস্থিত ছিলেন।