আজ বুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ |

শিরোনাম

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন হালুয়াঘাটে পৌরসভা নির্বাচনে ১২১৩ ভোটের ব্যবধানে ‘খুররম’ বিজয়ী নগদে হোল্ডিং টেক্স পরিশোধে নালিতাবাড়ীতে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০ ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা সেঁজুতি মাদার্স ক্লাবের নারী দিবস পালিত পথরোধ করে মারধর, টাকা ছিনতাই পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সার্জেন্ট আহাদ স্বরণে নালিতাবাড়ীতে আলোচনা সভা নালিতাবাড়ীতে চিত্র প্রদর্শনী উদ্ভোধন শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া নকলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নালিতাবাড়ীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ডের দাবীতে হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিতঃ ২:২১ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২১৬ বার

স্টাফ রিপোর্টারঃ আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড। এমন দাবী তুলে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগরিক কমিটি নামে একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট থানার মোড়ে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়। সুত্রে জানা যায়, গত ২৭ মার্চ সকালে হালুয়াঘাট উপজেলার নগুরিয়াপাড়া গ্রামে জাম গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের। মুখে পরিহিত ছিলো স্বাস্থ্য সুরক্ষিত মাস্ক। লাশের ত্রিশ থেকে চল্লিশ ফুট দূরে পড়ে ছিলো নিহত যুবকের পায়ের সেন্ডেল। সেদিন নিহতের পরিবারের পক্ষ থেকে নিহত মাজহারুলের শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেও পুলিশ নেয় আত্মহত্যার প্ররোচনার মামলা এমন দাবী তুলা হয় নিহতের পরিবারের পক্ষ থেকে । ঘটনার ১৭ দিন অতিবাহিত হলে আবারও পরিকল্পিত হত্যাকান্ডের দাবি তুলেন নিহত মাজহারুলের পরিবার ও স্থানীয়রা। ১২ এপ্রিল মঙ্গলবার হত্যার দাবী তুলে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে হালুয়াঘাট থানা মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ পালন করে এলাকাবাসী। তাদের সাথে যোগ দেয় নিহত মাজহারুলের পরিবারের লোকজন। এ সময় বক্তব্য রাখেন কৈচাপুর ইউপি চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর্জা হুমায়ূন কবির, নিহতের বড় বোন নিলুফা ইয়াসমিন, নিহতের পিতা নিজামুল ইসলামসহ আরও অনেকেই। বক্তারা বলেন, ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থায় বুঝা যায়, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড। মাজহারুলকে তার শশুরবাড়ীর লোকজন মিলে হত্যা করে তা ধামাচাপা দিতেই আত্মহত্যার নাটক সাজানো হয় বলে দাবী তাদের। এ সময় আত্মহত্যার প্ররোচনা মামলা থেকে হত্যা মামলায় স্থানান্তর করার দাবী জানান বক্তারা। একইসাথে ঘটনাটি সুষ্ঠ তদন্তের দাবী জানানো হয়। মানববন্ধন শেষে নাগরিক কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত ও হত্যা মামলা নেয়ার দাবীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দিলে আত্মহত্যা প্ররোচনার মামলা নেই। পরে লাশ পোষ্ট মর্টেম করতে পাঠাই। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। হত্যাকান্ড প্রমানিত হলে সে অনুযায়ীই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shares