হালুয়াঘাটে গাছ থেকে মুখে মাস্ক পরিহিত যুবকের লাশ উদ্ধার!
প্রকাশিতঃ ৫:৩০ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৪০ বার

ওমর ফারুক সুমনঃ রবিবার সকাল আনুমানিক সাড়ে নয়টা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নগরিয়াপাড়া গ্রামের আব্দুস ছোবানের বাড়ির পাশে জাম গাছের প্রায় পনের-বিশ ফুট উচ্চতায় ঝুঁলছে বড়দাসপাড়া গ্রামের নিজামুল ইসলামের পুত্র উনত্রিশ বছর বয়সী যুবক মাজহারুল ইসলামের লাশ। মুখে পরিহিত স্বাস্থ্য সুরক্ষিত মাস্ক। লাশের ত্রিশ থেকে চল্লিশ ফুট দূরে পড়ে রয়েছে নিহত যুবকের পায়ের সেন্ডেল। চারিদিকে জমায়েত শত শত উৎসুক জনতা আর নিহতের পরিবারের লোকজন ছাড়া আর কেউ উপস্থিত নেই। এমন ঘটনায় হতবাক। হত্যা নাকি আত্মহত্যা এমন প্রশ্ন সকলের। খবর পেয়ে পনে দশটার দিকে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করতে লেগে যায় কয়েক ঘন্টা। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, হত্যা করে তা ধামাচাপা দিতেই সাঁজানো হয়েছে আত্মহত্যার নাটক। নিহতের পিতা নিজামুল ইসলাম (৫৫) বলেন, ঘটনার রাতে পিতার বাড়ি বড়দাসপাড়ায় ছিলো মাজহারুল। শাশুড়ির ফোনে বাবার বাড়ি থেকে শশুরবাড়িতে যায় সে। সেখানেই ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা। তিনি বলেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতে লিখা রয়েছে, খুনীদের বিচার চাই। মাজহারুলের মাতা ফেরদৌসী বেগম (৫০) বলেন, ঘটনার রাত শনিবার মাঝরাতে মাজহারুল শশুরবাড়ী থেকে ফোন দেন। তাকে মারধর করে পঙ্গু করে দেয়া হয়েছে এমনটা মুঠোফোনে জানান মাজহারুল। কথা শেষ না হতেই ফোন কেটে যায়। পরে আর ফোনে পাওয়া যায়নাই। ফেরদৌসীর দাবী, মাজহারুলকে মেরে তা ধামাচাপা দিতেই আত্মহত্যার নাটক সাঁজিয়েছে শশুরবাড়ির লোকজন। নিহতের ফুফু জোসনা (৫৮) বলেন, মাজহারুলের শাশুড়ি লোকজন দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় সুস্থ বিচার চান মাজহারুলের পরিবারসহ স্থানীয় লোকজন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান বলেন, লাশ পোষ্ট মর্টেম করতে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।