আজ শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা। আটক-২

প্রকাশিতঃ ৮:০৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৭৮ বার

স্টাফ রিপোর্টারঃ সোমবার বিকেলে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারনার অভিযোগে দুইজনকে আটক করেছে র্যােব-১৪ এর বিশেষ একটি অভিযানিক দল। র্যা ব জানায় প্রতারক চক্রটি রোকসানা নামক এক নারীকে নকল দুটি স্বর্ণের বার দেখিয়ে তার কাছ থেকে স্বর্ণের চেইন, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করিলে রোকসানার চিৎকারে স্থানীয়রা প্রতারক চক্রটিকে আটক করে র্যা বের হাতে সোপর্দ করে। র্যা ব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফুলপুর উপজেলার গোমগাও গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৪২) তার বাবার বাড়ী কৃষ্টপুর হইতে স্বামীর বাড়ি ফুলপুরে যাওয়ার জন্য পাটগুদাম সিএনজি স্ট্যান্ডে থাকা একটি সিএনজিতে উঠে। ঐ সিএনজির ভিতর চার জন প্রতারকআগেই বসা ছিল। উক্ত সিএনজির ভিতর হইতে একজন প্রতারক মোছাঃ রোকসানা বেগমকে কোথায় যাবে বলিয়া জিজ্ঞেস করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ফুলপুর যাবো বলিয়া জানাইলে প্রতারকরা বলেন যে, উক্ত সিএনজিটি ফুলপুর যাবে। প্রতারকদের কথায় মোছাঃ রোকসানা উক্ত সিএনজিতে উঠে। সিএনজিটি পাটগুদাম ব্রীজের উপর উঠার পর ভেতরে থাকা প্রতারক বাদল চৌহান রোকসানাকে বলেন যে, রাস্তার উপর পড়ে থাকা একটি ছোট ব্যাগের ভিতর সে ০২(দুই)টি স্বর্ণের বার পেয়েছে। উক্ত বার দুইটি ৩ (তিন) ভরি ওজনের এবং অনেক দামী। প্রতারক বাদল চৌহান আরো বলেন যে, মোছাঃ রোকসানার গলার চেইন, কানের দুল, মোবাইল এবং কিছু নগদ টাকা তাকে দিলে তাহার কাছে থাকা স্বর্ণের বার ০২ (দুই)টি মোছাঃ রোকসানাকে দিয়ে দিবে। মোছাঃ রোকসানা তার কথায় বিশ্বাস করে তার কাছে থাকা কানের দুটি স্বর্ণের দুল যার ওজন চার আনা, যার মূল্য অনুমান-১৬,৫০০/-(ষোল হাজার আট শত)টাকা ও গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য অনুমান ৩৩,০০০/-(তেত্রিশ হাজার) টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইলএবং নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রতারকবাদল চৌহানকে দিয়ে দেয়। তারপর প্রতারক বাদল চৌহান তার কাছে থাকা স্বর্ণের বার দুইটি রোকসানাকে দেয়। রোকসানা স্বর্ণের বার দুইটি হাতে পেয়ে বুঝতে পারে যে, বার দুইটি আসল স্বর্ণ নয়। উক্ত প্রতারকগন তার সাথে প্রতারণা করিতেছে। তখন রোকসানা উক্ত বার দুইটি তাকে ফেরত দিয়ে তার দেওয়া মালামাল সমূহ ফেরত চায়। তখন সিএনজি টি দ্রুত গতিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এতিমখানা মোড়স্থ জৈনক হারুন রশিদ এর বস্তার দোকানের সামনে পৌঁছাইলে সিএনজি থেকে প্রতারকগন রোকসানার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে রোকসানা প্রতারক বাদল চৌহানকে ঝাপড়ে ধরে শৌর চিৎকার করিলে তার শৌর চিৎকারে আশে পাশের লোকজন এবং পাশে থাকা র্যা বের একটি টহল দল ঘটনাস্থলে আসিয়া আশে পাশের লোকজনের সহায়তায় ০২ (দুই) জন প্রতারক বাদল চৌহান(৪৭) ও মোঃ ফেরদৌস(৩০) কে ধৃত করতে সক্ষম হয়। অবশিষ্ট ০২ জন প্রতারকমালামাল সহ কৌশলে পালিয়ে যায়।ধৃত প্রতারক চক্রের দেহ তল্লাশী করে ধৃত ০১ ও ০২ নং আসামীর হেফাজত হইতে একটি সিএনজিও ০১ নং প্রতারক বাদল চৌহান এর পকেট হইতে একটি নীল বাটন মোবাইলও ০২ (দুই)টি স্বর্ণের বার সাদৃশ যার ওজন ৩৭ (সাইত্রিশ) গ্রাম উদ্ধার করে জব্দ করে।তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় স্বর্ণের সাদৃশ বার দিয়ে প্রতারনা করে বিভিন্ন মানুষের নিকট হইতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার হাতিয়ে নেয়। এ তথ্য নিশ্চিত করেন র্যা২ব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন। ###

Shares